Samsung Galaxy Z Flip 4 এর বাংলাদেশে দাম

Samsung Galaxy Z Flip 4 এর বাংলাদেশে দাম |

প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে স্যামসাং মোবাইল নিয়ে কথা বলবো। স্যামসাং এমনিতেই সারা পৃথিবী জুড়ে মোবাইল কোম্পানি গুলোর মদ্ধে শীর্ষে অবস্থান করতেছে। আজকে স্যামসাং এর জনপ্রিয় সিরিজ Galaxy সিরিজ নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো Samsung Galaxy সিরিজ এর জনপ্রিয় নতুন মডেল Samsung Galaxy Z Flip 4 নিয়ে। নিচে এই মোবাইল টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

Samsung Galaxy Z Flip 4 এর বাংলাদেশে দাম

Samsung Galaxy Z Flip 4 এর বাংলাদেশ প্রাইস

Samsung Galaxy Z Flip 4 এর বাংলাদেশে অফিশিয়ালি দাম নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৯৯৯ টাকা। এই বাজেটের সাথে আপনি পেয়ে জাবেন ৮ জিবি র‍্যাম এবং ১২৮/২৫৬/৫১২ জিবি রম। এছারাও আপনি পেয়ে জাবেন এন্ড্রয়েড মোবাইল গুলোর সর্বোচ্চ সুবিধা গুলো। Samsung Galaxy Z Flip 4 Price 1,54,999 TK in the Bangladeshi market with 8 GB RAM and 128/256/512 GB ROM.

Samsung Galaxy Z Flip 4 ফোনের স্পেসিফিকেশন


ব্র্যান্ড স্যামসাং
মডেল স্যামসাং গ্যালাক্সি Z Flip4
নেটওয়ার্ক ২জি, ৩জি, ৪জি, ৫জি
সিম ন্যানো সিম, ই-সিম
ডাইমেনশন ১৬৫.২*৭১.৯*৬.৯ মিঃ মিঃ(ফোল্ডেড ছাড়া)
৮৪.৯*৭১.৯*১৫.৯ মিঃ মিঃ(ফোল্ডেড সহ)
ওজন ১৮৭ গ্রাম
কালারস ইয়েলো, ব্লূ, হুয়াইট, পিঙ্ক গোল্ড, বোরা পারপেল,
গ্রাফাইট, নেভি, খাকি, রেড
অপারেটিং সিস্টেম এন্ড্রয়েড ১২(ওয়ান ইউআই ৪.১.১)
প্রসেসর ওক্টা-কোর, ৩.১৯ গিগাহার্জ পর্যন্ত
চিপসেট কোয়ালকম স্নাপড্রাগন ৮+ জেনারেশন ১
জিপিইউ অ্যাড্রেনো ৭৩০
সেন্সরস ফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, একসেলেরোমিটার, কম্পাস,
ব্যারোমিটার, জিরো
মেমোরি না
র‍্যাম ৮ জিবি
রম ১২৮/২৫৬/৫১২ জিবি
ব্যাক ক্যামেরা ১২+১২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা ১০ মেগাপিক্সেল
ক্যামেরা ফিচারস ডুয়াল পিক্সেল পিডিএফ, এলইডি ফ্লাশ, এইচডিয়ার
আলট্রাওয়াইড, ও আই এস
ডিসপ্লে টাইপ ফোল্ডেবল ডাইনামিক আ্যমোলেড ডিসপ্লে
ডিসপ্লে সাইজ ৬.৭ ইঞ্চি
৩.৫ এম এম জ্যাক না
ভিডিও আলট্রা এইচডি ৪কে (২১৬০ পিক্সেল)
ব্যাটারি টাইপ ৩৭০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারি
চার্জিং ২৫ ওয়াট ফাস্ট চার্জিং
১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং
লেন ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট, ডুয়াল ব্যান্ড
ব্লুটুথ ভি৫.২, এলই, এ২ডিপি
ইউএসবি ভি৩.১ ইউএসবি
রিলিজ অগাস্ট, ২০২১

ব্র্যান্ডস্যামসাংমডেলস্যামসাং গ্যালাক্সি Z Flip4নেটওয়ার্ক২জি, ৩জি, ৪জি, ৫জিসিমন্যানো সিম, ই-সিমডাইমেনশন১৬৫.২*৭১.৯*৬.৯ মিঃ মিঃ(ফোল্ডেড ছাড়া) ৮৪.৯*৭১.৯*১৫.৯ মিঃ মিঃ(ফোল্ডেড সহ)ওজন১৮৭ গ্রামকালারসইয়েলো, ব্লূ, হুয়াইট, পিঙ্ক গোল্ড, বোরা পারপেল, গ্রাফাইট, নেভি, খাকি, রেডঅপারেটিং সিস্টেমএন্ড্রয়েড ১২(ওয়ান ইউআই ৪.১.১)প্রসেসরওক্টা-কোর, ৩.১৯ গিগাহার্জ পর্যন্তচিপসেটকোয়ালকম স্নাপড্রাগন ৮+ জেনারেশন ১জিপিইউঅ্যাড্রেনো ৭৩০সেন্সরসফিঙ্গারপ্রিন্ট, প্রক্সিমিটি, একসেলেরোমিটার, কম্পাস, ব্যারোমিটার, জিরোমেমোরিনার‍্যাম৮ জিবিরম১২৮/২৫৬/৫১২ জিবিব্যাক ক্যামেরা১২+১২ মেগাপিক্সেলফ্রন্ট ক্যামেরা১০ মেগাপিক্সেলক্যামেরা ফিচারসডুয়াল পিক্সেল পিডিএফ, এলইডি ফ্লাশ, এইচডিয়ার আলট্রাওয়াইড, ও আই এসডিসপ্লে টাইপফোল্ডেবল ডাইনামিক আ্যমোলেড ডিসপ্লেডিসপ্লে সাইজ৬.৭ ইঞ্চি৩.৫ এম এম জ্যাকনাভিডিওআলট্রা এইচডি ৪কে (২১৬০ পিক্সেল)ব্যাটারি টাইপ৩৭০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারিচার্জিং২৫ ওয়াট ফাস্ট চার্জিং ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিংলেনওয়াইফাই ডিরেক্ট, হটস্পট, ডুয়াল ব্যান্ডব্লুটুথভি৫.২, এলই, এ২ডিপিইউএসবিভি৩.১ ইউএসবিরিলিজঅগাস্ট, ২০২১

ক্যামেরা

Samsung Galaxy Z Flip 4 মোবাইল টি তে ক্যামেরার জন্য দেওয়া হয়েছে পিছনে ডুয়াল ১২+১২ মেগাপিক্সেল এর ব্যাক ক্যামেরা এবং সামনের জন্য আছে ১০ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা।এছারাও সামনে এবং পিছনে ২ দিকেই ভিডিও করার জন্য আছে আলট্রা এইচডি ৪কে ২১৬০ পিক্সেল এর ভিডিও ক্যামেরা। 

ডিসপ্লে

ডিসপ্লের কথা বলতে গেলে মোবাইল টি তে আছে ৬.৭ ইঞ্চির ফোল্ডেবল ডাইনামিক আ্যমোলেড ডিসপ্লে। আছে ১০৮০*২৬৪০ পিক্সেল এর ৪২৬ পি পি আই এর ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশন। এছারাও ডিসপ্লে কভার এর প্রোটেকশন এর জন্য আছে করিনিং গরিলা গ্লাস ভিকটাস প্লাস প্রোটেকশন। 

র‍্যাম এবং রম

Samsung Galaxy Z Flip 4 মোবাইল টি তে র‍্যাম এর জন্য দেওয়া হয়েছে ৮ জিবি র‍্যাম এবং রম এর জন্য দেওয়া হয়েছে ১২৮ জিবি/২৫৬ জিবি/৫১২ জিবি রম। স্যামসাং এর এই মোবাইল টি তে মেমোরি কার্ড এর জন্য কোন স্লট রাখা হয় নাই। 

কালার

Samsung Galaxy Z Flip 4 মোবাইল টি তে অসাধারণ কিছু কালার ব্যাবহার করা হয়েছে যার জন্য এই মোবাইল টি কে দেখতে খুব সুন্দর লাগে। কালার গুলো হলো ইয়েলো, ব্লূ, হুয়াইট, পিঙ্ক গোল্ড, বোরা পারপেল,গ্রাফাইট, নেভি, খাকি, রেড। 

কর্মক্ষমতা

Samsung Galaxy Z Flip 4 অপারেটিং সিস্টেম এর জন্য আছে এন্ড্রয়েড ১২(ওয়ান ইউআই ৪.১.১), চিপসেট এর জন্য আছে কোয়ালকম স্নাপড্রাগন ৮+ জেনারেশন ১ এবং প্রসেসর এর জন্য দেওয়া হয়েছে ওক্টা-কোর, ৩.১৯ গিগাহার্জ পর্যন্ত প্রসেসর। 

ব্যাটারি

ব্যাটারির জন্য Samsung Galaxy Z Flip 4 এর এই মোবাইল টি তে দেওয়া হয়েছে ৩৭০০ এম এ এইচ লি-পলিমার ব্যাটারি। ব্যাটারি টি কে চার্জ দেওয়ার জন্য আছে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং এর সুবিধা, আছে ১৫ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর সুবিধা এবং এছারাও আছে ৪.৫ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। 

Samsung Galaxy Z Flip 4 এর ভালো দিক

১. ফোল্ডেবল ফোন ডিজাইন

২. ওয়াটারপ্রুফ বডি

৩. ৫জি সাপোর্ট করে

৪. হাই কোয়ালিটি ডিসপ্লে

৫. ক্যামেরা অনেক ভালো

Samsung Galaxy Z Flip 4 এর খারাপ দিক

১. ৩.৫ এম এম জ্যাক নেই

২. এফ এম রেডিও নেই

৩. মেমোরি কার্ড নেই

আশা করি পুরো পোস্ট টি মনোযোগ সহকারে পড়েছেন। আমি উপরে Samsung Galaxy Z Flip 4 এর এই মোবাইল টি কত টাকায় কিনবেন, মোবাইল টির ফুল স্পেছিফিকেশন, রিভিউ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, আশা করি আপনি সবকিছু বিস্তারিত বুজতে পেরেছেন। তবে মোবাইল কিনার আগে অবশ্যই Samsung এর অফিশিয়াল ওয়েব সাইটটি ভিজিট করে সর্বশেষ দাম টি দেখে নিবেন কারন মোবাইল এর দাম পরিবর্তন হয়। 

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...