কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবেন বাংলা ফুল টিউটোরিয়াল

গ্রাফিক্স ডিজাইন কি , কেন , কিভাবে

গ্রাফিক্স ডিজাইন হল এক ধরনের শিল্প বা আর্ট । কিন্তু গ্রাফিক্স ডিজাইন অন্যান্য শিল্পের মতো বাহ্যিক নয় গ্রাফিক্স ডিজাইন সম্পূর্ণভাবে ইন্টারনেট এবং প্রযুক্তির মধ্যে নিয়ে গঠিত । গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানার আগে আমাদের জানা প্রয়োজন গ্রাফিক্স ডিজাইন আসলে কি ? এবং এই প্রশ্নটির উত্তর খুবই সহজ । যদি আপনি একজন বুদ্ধিমান এবং মেধাবি মানুষ হন তাহলে আপনার জন্য গ্রাফিক্স ডিজাইন একটি সেরা ক্যারিয়ার গঠন করার মাধ্যম হতে পারে। বর্তমান প্রযুক্তির যুগে গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব এবং সাথে সাথে ব্যবহার ও বেড়ে চলছে। আপনি যদি অনলাইনে একটু এক্টিভ থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন গ্রাফিক্স ডিজাইন এর চাহিদা কত। গ্রাফিক্স ডিজাইন মূলত একটি সৌন্দর্যতম কাজ যার বিতর মনোনিবেশ করতে পারলে অধিক লাভ রয়েছে। গ্রাফিক্স ডিজাইন অন্যান্য ব্যবসা বা শিল্পের থেকে অনেক সহজ এবং সাশ্রয়ী । যার কারনে এখন সম্পূর্ণ বিশ্বে গ্রাফিক্স ডিজাইনের গুরুত্ব এতখানি বেড়েছে । এবং এই গ্রাফিক্স ডিজাইন শিখে লোকজন কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছেন । আমাদের বাংলাদেশ ও এক্ষেত্রে পিছিয়ে নেয়। বাংলাদেশে ও কিছু নামকরা গ্রাফিক্স ডিজাইনার রয়েছে যারা গ্লোবালি বা আন্তর্জাতিক ভাবে কাজ করে থাকেন । তা চলুন এবার জানাজা গ্রাফিক্স ডিজাইন কি ? গ্রাফিক্স ডিজাইন হল কম্পিউটারে বিভিন্ন মাধ্যম বা সফটওয়্যার ব্যবহার করে সৃজনশীল ভাবে নতুন কিছু তৈরি করা । যেমন একটি ফেসবুক কভার ফটো , ইউটিউব চ্যানেল লোগো, ইউটিউব চ্যানেল ব্যানার, এবং ইউটিউব থাম্বনেইল , তাছাড়া আমরা যত প্রকারের ব্যানার বিজ্ঞাপন দেখি সেগুলো সবই গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে নিহিত। অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন হল প্রযুক্তির অন্যতম সৃষ্টি যা মানুষ কাজে লাগিয়ে নিজের এবং প্রতিষ্ঠানের জন্য প্রতিনিয়ত ব্যবহার করছেন ।

কিভাবে মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন শিখবেন বাংলা ফুল টিউটোরিয়াল

গ্রাফিক্স ডিজাইন কোর্স করার ওয়েবসাইট

বর্তমানে যেহেতু পৃথিবীতে গ্রাফিক্স ডিজাইন এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং চাহিদা ও যথেষ্ট রয়েছে। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অভিজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা গ্রাফিক্স ডিজাইন এ খুবই অভিজ্ঞ তারা অনলাইন এবং অফলাইনে বিভিন্ন কোর্স চালু করেছেন। গ্রাফিক্স ডিজাইন থেকে আয় করার এটি ও একটি মাধ্যম। আসলে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনকে ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনিও তাদের মত প্রচুর অর্থ ইনকাম করতে পারবেন। যার জন্য প্রয়োজন আপনার ধৈর্য এবং সৃজনশীলতা। বর্তমান সকল বিষয়ের থেকে পৃথিবীতে সৃজনশীলতা এর গুরুত্ব সব জায়গায় প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। আপনি যত মেধাবী হবেন তত সাফল্য বেশি পাবেন। গ্রাফিক্স ডিজাইন এর ক্ষেত্রেও তাই। আপনি একটি প্রতিষ্ঠানের জন্য লোগো তৈরি করে দিচ্ছেন এখন আপনি হুট করে একটি অন্য প্রতিষ্ঠানের লোগো কপি করে আপনার ক্লাইন্টকে দিতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে নিজের মেধা কাজে লাগিয়ে গ্রাফিক্স ডিজাইন করতে হবে অর্থাৎ নিজের একটি ইউনিক বা মৌলিক ডিজাইন তৈরি করে আপনার ক্ল্যাইন্টকে প্রদর্শন করতে হবে। উল্লেখ্য অবশ্যই আপনার ক্লাইন্ট এর ডিমান্ড অনুযায়ী গ্রাফিক্স ডিজাইন করতে হবে । আপনি যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে নতুন হয়ে থাকেন। তাহলে অনলাইন থেকে কিছু অর্থের বিনিময়ে গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন কোর্সের মাধ্যমে। এখন অনলাইনে অনেক অভিজ্ঞ ব্যক্তিরা কোর্স করান নতুনদের শেখানোর জন্য। আপনি চাইলে সেখান থেকে শিখে কাজে নেমে পড়তে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত হবে নিজে নিজে চেষ্টা করা। তাছাড়া কোর্স করতে কিছুটা অর্থ প্রয়োজন হয় অর্থাৎ যার কাছ থেকে আপনি কোর্সটা করবেন সে আপনার কাছে কিছু অর্থ বা টাকা চেয়ে নিবেন।

মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইন করার সফটওয়্যার

ডিজাইন শেখার জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে রয়েছে অসাধারণ কিছু গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যার মাধ্যমে সহজেই আপনি গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়াই। এখন আপনাদের কিছু গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার সম্পর্কে ধারণা দিব। যেন পরবর্তীতে আপনার গ্রাফিক্স ডিজাইন এর কাজে এই সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে এই সফটওয়্যার গুলোতে আগে থেকে অনেক প্রিসেট বা টেমপ্লেট যোগ করা থাকে যা আপনি সহজেই ব্যবহার করতে পারবেন। কিছু সফটওয়্যার রয়েছে যা মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের ডিভাইস এই ব্যবহার করা সম্ভব হয় এবং কিছু সফটওয়্যার রয়েছে যা শুধুমাত্র নির্দিষ্ট কোন একটি যন্ত্রের জন্য ব্যবহারযোগ্য। অর্থাৎ হয় আপনি মোবাইলে ব্যবহার করতে পারবেন আর না হয় কম্পিউটারে। যাই হোক আমি কিছু গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর লিস্ট আপনাদের সামনে পেশ করলাম। বর্তমান জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার গুলো হল ;-

Canava – ক্যানাভা

Adobe Photoshop – এডোবি ফটোশপ

Adobe Illustrator – এডোবি ইলাস্ট্রেটর

Inkscape -ইঙ্কস্কেপ

CorelDraw -কোরেলড্র

Canava – ক্যানাভা

Canava – ক্যানাভা হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি সহজেই গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন এবং এটিতে কমপক্ষে ওয়ান বিলিয়ন এর উপরে প্রিসেট বা টেমপ্লেট রয়েছে । যা আপনি সহজে এক লীগের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। মজার বিষয় হচ্ছে ক্যানাভা আপনি মোবাইল এবং কম্পিউটার দুই ধরনের প্রযুক্তিতে ব্যবহার করতে পারবেন। মোবাইল এবং কম্পিউটার এর জন্য অসাধারণ একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার হলো Canava – ক্যানাভা । কানা বা আসলে বেশি জনপ্রিয় হয়ে ওঠার কারণ হলো এর অসাধারণ ফিচার বা বৈশিষ্ট্য এবং সুন্দর সুন্দর ডিজাইন। Canava – ক্যানাভা দুই ধরনের প্লান রয়েছে অর্থাৎ ফ্রী প্লান এবং প্রিমিয়াম প্লান বা প্রো প্লান। ফ্রি প্লানেও রয়েছে অসংখ্য ডিজাইন যা আপনি সহজেই আপনার গ্রাফিক্স ডিজাইন এর কাজে লাগাতে পারবেন। তবে প্রিমিয়াম প্ল্যান এ ফ্রি প্লান এর অপেক্ষায় অধিক ফিচার বা বৈশিষ্ট্য সহ অধিক ডিজাইন রয়েছে। যেমন আলাদা করে তৈরি করা টেমপ্লেট ডিজাইন এবং সাথে অন্যান্য ফন্ট ব্যবহার করার সুযোগ। যা শুধুমাত্র Canava – ক্যানাভা

Adobe Photoshop – এডোবি ফটোশপ

Adobe Photoshop – এডোবি ফটোশপ হল কম্পিউটারের অসাধারণ একটি গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার যা প্রায় ২০ লক্ষ এর বেশি মানুষ ব্যবহার করে থাকে তাদের দৈনন্দিন গ্রাফিক্সের কাজে। এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সব সময় এডোবি ফটোশপ ব্যবহার করার জন্য পরামর্শ দেন। তাছাড়া আপনি যদি কখনো বাজারে গিয়ে আপনার নিজের কোন ফটো বা ছবি এডিট করতে দেন তাহলে দেখবেন সেই প্রতিষ্ঠানের মালিক হয়তো বা এডোবি ফটোশপ ব্যবহার করে আপনার কাজটি করে দিচ্ছে। এ থেকে বোঝা যায় এডোবি ফটোশপ এর গুরুত্ব এবং ব্যবহার। Adobe Photoshop – এডোবি ফটোশপ সম্পূর্ণ ফ্রি একটি টুল বা সফটওয়্যার এটিতে কোন প্রকার কোস্ট লাগে না সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যাবে। এবং এডোবি ফটোশপ জনপ্রিয়তা পাওয়ার পর মোবাইল ইউজারদের জন্য ও তারা অফিশিয়াল ভাবে তাদের মোবাইল অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে আপলোড করেছে। অর্থাৎ এখন আপনি চাইলেও মোবাইল দিয়ে এডোবি বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করতে পারবেন। যেমন এডোবি লাইটরুম এবং অন্যান্য সফটওয়্যার গুলি।

Illustrator – এডোবি ইলাস্ট্রেটর

Adobe Illustrator – এডোবি ইলাস্ট্রেটর হল এডোবি কোম্পানির আরেকটি সফটওয়্যার বা টুল। এবং গ্রাফিক্স ডিজাইন এর কাজে সব থেকে বেশি ব্যবহৃত হয় এডোবি ইলাস্ট্রেটর। বিশেষ করে প্রতিটি দক্ষ এবং অভিজ্ঞ গ্রাফিক্স ডিজাইনার গন এডোবি ইলাস্ট্রেটর ব্যবহার করে থাকেন। এডোবি ফটোশপ এর মত এডোবি ইলাস্ট্রেটর ও ফ্রিতে ব্যবহার করা যায়।এডোবি ইলাস্ট্রেটর শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারীদের জন্য উপলব্ধ রয়েছে । অর্থাৎ শুধুমাত্র কম্পিউটার ব্যবহারকারী এই ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবেন মোবাইল ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন না। আরবি ইলাস্ট্রেটর বেশি ব্যবহার করা হয় ভেক্টর আইকন বা ইমেজ তৈরি করার জন্য। আপনি অনলাইনে এডোবিল স্ট্রেটর লিখে সার্চ দিলে অনেকগুলো এক্সাম্পল পেয়ে যাবেন এবং এর কাজের ধরনও বুঝতে পারবেন।

Inkscape -ইঙ্কস্কেপ

Inkscape -ইঙ্কস্কেপ কে চেনার সহজ উপায় হলো এর ভেক্টর ইমেজ গুলো দেখা। এবং ইঙ্কস্কেপ ও এডোবি ইলাস্ট্রেটর এর মত ফ্রিতে ব্যবহার করা যায় এবং কাজও প্রায় একই। ইঙ্কস্কেপ দ্বারা সাধারণত ভেক্টর ডিজাইন করা হয়। আপনি যদি এডোবি ইলাস্ট্রেটর এর সাথে পরিচিত হয়ে থাকেন তাহলে আপনার জন্য ইঙ্কস্কেপ এর কাজ করার ধরন বোঝা খুবই সহজ হবে। আগেই বলছি এই অ্যাপ্লিকেশনটি হল ভেক্টর ইমেজ ডিজাইন করার জন্য। ইঙ্কস্কেপ দাঁড়া আপনি যে কোন কোম্পানির জন্য ইউনিক এবং কোয়ালিটি ফুল একটি লোগো আইকন তৈরি করতে পারবেন। এবং ফ্রিতে লোগো ডিজাইন করার জন্য একটি সেরা সফটওয়্যার হল ইঙ্কস্কেপ । এই সফটওয়্যারটি ব্যবহারের গুরুত্ব অপরিসীম না হলেও অনেকেই বর্তমান এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন। বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন এর কাজে যখন লোগো ডিজাইন করার প্রয়োজন হয় তখন মানুষ এই সফটওয়্যারটি ব্যবহার করতে আগ্রহী হন।

CorelDraw – কোরেলড্র

CorelDraw – কোরেলড্র এর কাজ ইঙ্কস্কেপ এর মত অর্থাৎ কোরেলড্র এর মাধ্যমে আপনি বিভিন্ন ভেক্টর ইমেজ তৈরি করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। করেন্দ্র সাধারণত জনপ্রিয়তা পায় এর ডিজাইন এবং সৃজনশীলতার কারণে অর্থাৎ অন্যান্য গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার এর তুলনায় অধিক টেমপ্লেট এবং অসাধারণ ডিজাইন এর কারনে। যখন আপনি কোরেলড্র ব্যবহার করবেন তখন নিশ্চয়ই আপনার একটি অ্যাপ্লিকেশন এর কথা মনে পড়বে যদি আপনি মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন। এখানে আপনাকে pixellab অ্যাপ এর কথা বলা হচ্ছে । মোবাইল ব্যবহারকারীদের জন্য আমি আলাদা করে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি রিভিউ করে দেখিয়ে দিব এবং এর কাজ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিব। এবং সাথে পিক্সেল ল্যাব মোড করা এপ্লিকেশনটি ফ্রিতে গিফট করব।

গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায়

গ্রাফিক্স ডিজাইন হল কম্পিউটার এবং মোবাইল এর মাধ্যমে সৃজনশীলতার প্রকাশ করার এক ধরনের মাধ্যম। বিশেষ করে ফটো বা ছবি অথবা ভিডিও এডিটিং এর দক্ষতা। গ্রাফিক্স ডিজাইন করে মাসে প্রায় ১০ লক্ষাধিক টাকা উপার্জন করা সম্ভব । গ্রাফিক্স ডিজাইন শিখে আয় করার জন্য প্রথমে আপনাকে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর কর্ম প্রতিষ্ঠান খুঁজতে হবে। আমি নিজে কিছু কর্ম প্রতিষ্ঠান ওয়েবসাইটের লিংক প্রদান করলাম । এবং এই ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইন এর অনেক গুলো কাজ পেতে পারেন । নিম্নে গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট এর লিংক (কাজ) ।

Fiverr.

UpWork.

Freelancer.

Trulancer.

Dealancer.Com ( Bangladeshi Biggest Freelancing Website )

আমাদের শেষ কথা

আমরা যদি নতুন প্রজন্ম কে সঠিক ভাবে শিক্ষা দিতে পারি তাহলে অবশ্যই আমাদের দেশের উন্নতির শিখরে নিয়ে যাবে । উল্লেখ্য , বাংলাদেশ এ বর্তমান কর্ম সংস্থানের অভাবে অনেকেই যথেষ্ট দক্ষতা থাকা সত্ত্বেও তার প্রতিভার বিকাশ ঘটাতে পারছেন না । যার একটি কার্যকরি সমাধান হলো অনলাইনে কাজ শিখা এবং সেই কাজ এ মন নিবেশ করে যথাযত ইনকাম করা । যেমন ফ্রিল্যান্সিং , গ্রাফিক্স ডিজাইন , সফটওয়্যার ডিজাইন , কন্টেন্ট তৈরির কাজ অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে আয় ইত্যাদি । তবে বর্তমান জনপ্রিয় মাধ্যম সমুহের মধ্যে রয়েছে ব্লগিং , এখন ব্লগিং আবার কি ? ব্লগিং হলো আপনি এখান যে আর্টিকেল টি পরছেন এটিই ব্লগিং। এই আর্টিকেল এ আমি চেষ্টা করেছি গ্রাফিক্স ডিজাইন কি ? গ্রাফিক্স ডিজাইন কীভাবে শেখা যায় এবং গ্রাফিক্স ডিজাইন করে কত টাকা আয় করা যায় এই বিষয় গুলোর সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন এ কার্যকরি কিছু সফটওয়্যার এবং মাধ্যম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি । আসাকরি সকলে বুঝতে পারছেন , তারপর ও যেহেতু আমি একজন মানুষ অর্থাৎ আমার ভুল হতেই পারে । আসাকরি আমার ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন । এবং আর্টিকেল টি যদি সত্যিই তথ্য বহুল হয় তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ।

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...