মার্চের উল্লেখযোগ্য ঘটনা | ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ | Moral of The Story 2022-Part-01

মার্চ মাসের উল্লেখযোগ্য ঘটনা,Moral of The Story 2022,১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ,মার্চের উল্লেখযোগ্য ঘটনা.

হ্যালো আসসালামু আলাইকু EducationShopBD.Com ওয়েব সাইটে আপনাদের সবাইকে স্বাগতম।

আশা করি মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ্ রহমতে ভালো আছি। আজ আপনাদের জন্য কিছু ইসলামিক তথ্য নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।  

    মার্চের উল্লেখযোগ্য ঘটনা | ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ | Moral of The Story 2022

    প্রিয় পাঠক ভাই ও বোনেরা আপনারা অনেকেই অনেক সময় বিভিন্নভাবে মার্চের উল্লেখযোগ্য ঘটনা,১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ,Moral of The Story 2022 লিখে খুজাখুজি করেন।কিন্তু মনের মত মার্চের উল্লেখযোগ্য ঘটনা,১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ,Moral of The Story 2022 সঠিক কোন তথ্য পাছেন না। সেইসব পাঠক ভাই ও বোনদের জন্য আমাদের আজকের এই পোষ্ট।আশা করি আপনাদের কাজে আসবে।

    মার্চের উল্লেখযোগ্য ঘটনা

    বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭১ সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল মাস।মার্চের উল্লেখযোগ্য ঘটনাগুলো হলো।

    ১ মার্চ, ১৯৭১

    প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতাদেশ।প্রতিবাদে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে সর্বাত্মক হরতালের ডাক দেন।বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের রূপরেখা তৈরি করেন।পূর্ব বাংলায় "স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ " গঠন।

    ২ মার্চ, ১৯৭১

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত ছাত্র সমাবেশে প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন আ স ম আব্দুর রব।সংবাদ পত্রের উপর নিয়ন্ত্রণ আরোপ জারি।সন্ধ্যা ৭টা হতে সকাল ৭টা পর্যন্ত ঢাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি।

    ১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ

    ৩ মার্চ, ১৯৭১

    বিভিন্ন স্থানে সামরিক বাহিনীর  গুলি।ঢাকায় ২৩ জন, চট্টগ্রামে ৭৫ জন নিহত। ঢাকা, সিলেট ও রংপুরে কারফিউ জারি।পল্টনে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক আয়োজিত সমাবেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ইশতেহার পাঠ করেন ছত্র নেতা শাহজাহান সিরাজ।শেখ মুজিবুর রহমান কর-খাজনা দেওয়া বন্ধের নির্দশ দেন।তিনি বলেন, ‘বাংলার মানুষ খাজনা দেয়, ট্যাক্স দেয় রাষ্ট্র চালানোর জন্য, গুলি খাওয়ার জন্য নয়।’বঙ্গবন্ধু তাঁর অনুপস্থিতিতে আন্দোলন চালানোর রূপরেখা দেন।তিনি বলেন, ‘হয়তো ইহাই আপনাদের সামনে আমার শেষ ভাষণ। আগামী রবিবার রেসকোর্সে আমার বক্তৃতা করার কথা। কিন্তু কে জানে, সে সুযোগ আমাকে নাও দেওয়া হইতে পারে। তাই আজ আপনাদের কাছে আর আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে আমি বলিয়া যাইতেছি, আমি যদি নাও থাকি আন্দোলন যেন না থামে।’

    ৪ মার্চ, ১৯৭১

    চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ১১৩ নং সামরিক আইন আদেশ জারি। চট্টগ্রামে নিহতের সংখ্যা ১২১, খুলনায় নিহত ৬।সাংবাদিক ও শিল্পীদের একাত্মতা:মিছিল ও জনসভার সিদ্ধান্ত।জনগনের মুক্তির দাবি ও সংবাদপত্রের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি।লেফটেন্যান্ট জেনারেল সাহেবজাদা ইয়াকুব খান পদত্যাগ করেন।মাওলানা ভাসানীর নেতৃত্বে লাহোর প্রস্তাবের ভিত্তিতে বাঙালির অধিকার আদায়ের দাবি।৬ মার্চের মধ্যে ঢাকা এবং ৭ মার্চের মধ্যে সারাদেশে ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে ছাত্রলীগ ও ডাকসুর আহ্বান।

    ৫ মার্চ, ১৯৭১

    টঙ্গীতে গুলিবর্ষণ, ৪ জন নিহত ও ২৫ জন আহত। চট্টগ্রামে নিহতের সংখ্যা বেড়ে ১৩৮। রাজশাহী রংপুরে আবার কারফিউ জারি।ভুট্টোর সাথে ইয়াহিয়ার ৫ ঘণ্টা বৈঠক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতির বিবৃতি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনে পূর্ণ সমর্থন প্রকাশ।

    Moral of The Story 2022

    ৬ মার্চ ১৯৭১

    জাতির উদ্দেশে ইয়াহিয়ার ভাষণ, ২৫ মার্চ জাতীয়  পরিষদের অধিবেশনের ডাক। জরুরি বৈঠকে আওয়ামী লীগ।টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ।ভারতের ওপর দিয়ে বাংলাদেশে পাকিস্তানের বিমান চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত থাকার আদেশ জারি।রাজশাহীতে ১জন নিহত ও ১৪ জন আহত,খুলনায় ১৮ জন নিহত ও ৮৬ জন আহত।ঢাকা সেন্ট্রাল জেলের গেট ভেঙে ৩৫০ কয়েদির পলায়ন। গুলিতে ৭ জন নিহত ও ৩০ জন আহত।

    ৭ মার্চ, ১৯৭১

    রেসকোর্স ময়দানে(সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক  ভাষণ প্রদান।মুক্তিযুদ্ধের ডাক।

    ৮ মার্চ, ১৯৭১

    বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের সারা বাংলার মানুষের পূর্ণ সমর্থন ও ঐক্যবদ্ধভাবে যুদ্ধে  ঝাঁপিয়ে পড়ার ঐক্য প্রতিজ্ঞাবদ্ধ।

    মার্চ মাসের উল্লেখযোগ্য ঘটনা

    ৯ মার্চ, ১৯৭১

    বঙ্গবন্ধুর নির্দেশে সকল সরকারি অফিস বন্ধ।সামরিক শাসন পরিচালক পদে লে জে টিক্কা খান কে নিয়োগ।ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের এক জরুরি সভায় ‘স্বাধীন বাংলাদেশ’ ঘোষণার প্রস্তাব অনুমোদন।এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘বাংলাদেশে জাতীয় সরকার’ গঠনের আহ্বান।ঢাকা থেকে বিদেশি নাগরিকদের সরিয়ে নিতে স্ব-স্ব দেশ থেকে বিমানের ঢাকায় অবতরণ।রাজশাহীতে কারফিউ জারি, বিক্ষোভ  প্রতিবাদ।

    ১০ মার্চ, ১৯৭১

    সিভিল সার্ভিসের দ্বিতীয় শ্রেণির কর্মচারীরা বঙ্গবন্ধুর নির্দেশ মেনে চলার সিদ্ধান্ত।দেশপ্রেমিক নাগরিককে স্বাধীনতা সংগ্রামে নিয়োজিত প্রতিটি মুক্তিসেনাকে সকল প্রকার সাহায্য করার অনুরোধ। পাকিস্তান থেকে বাঙালিদের আসতে না দিলে বিমানবন্দরে চেকপোস্ট বসিয়ে অবাঙালিকে দেশত্যাগ করতে না দেওয়ার হুমকি।

    মার্চ মাসের উল্লেখযোগ্য ঘটনা,Moral of The Story 2022,১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ,মার্চের উল্লেখযোগ্য ঘটনা.

    Tags:মার্চ মাসের উল্লেখযোগ্য ঘটনা,Moral of The Story 2022,১৯৭১ সালের ১ মার্চ থেকে ২৬ মার্চের ঘটনাপ্রবাহ,মার্চের উল্লেখযোগ্য ঘটনা.

    আরও ব্লগ নতুন ব্লগ
    কোন কমেন্ট করা হয়নি
    কমেন্ট করুন
    comment url

    আরও পড়ুন...