দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ পড়ুন | Dua Qunut Bangla Uccharon Ortho shoho

দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ,Dua Qunut Bangla Uccharon,দোয়া কুনুত আরবিতে উচ্চারণ সহ,দোয়া কুনুত বাংলা অর্থ,দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ.

দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ- জেনে পড়া প্রত্যেক মুসলমানের প্রয়োজন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে দৈনিক পাঁচ ওয়াক্ত নামায কায়েম করার মধ্যে বা সালাত আদায় করার মধ্যে এশার নামাজে আপনাকে এই দোয়া কুনুত পড়তে হবে। আমরা অনেকেই আছি যারা দোয়া কুনুত কিভাবে পড়তে হয় বা দোয়া কুনুত কারো মুখস্ত নাই এজন্য নামাজে বেতের নামাজে পড়তে পারি না। অনেকেই আছে আরবি পড়তে পারেনা এজন্য দোয়া কুনুত মুখস্ত করতে পারে না আমাদের আজকের এই পোস্টে আপনাদের জন্য দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ শেয়ার করব। আশা করি আপনারা আমাদের আজকের এই পোস্ট পড়ে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মনের চাহিদা অনুযায়ী আপনার কাংখিত Dua Qunut Bangla Uccharon Ortho shoho জেনে নিতে পারবেন।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ | Dua Qunut Bangla Uccharon

আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা-ওয়া নাস্তাগফিরুকা-ওয়া নু’মিনু বিকা-ওয়া নাতাওয়াক্কালু-আলাইকা-ওয়া নুছনী -আলাইকাল খাইর-ওয়া নাশকুরুকা-ওয়ালা নাকফুরুকা-ওয়া নাখলাউ-ওয়া নাতরুকু মাঁই ইয়াফজুরুকা।

দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ,Dua Qunut Bangla Uccharon,দোয়া কুনুত আরবিতে উচ্চারণ সহ,দোয়া কুনুত বাংলা অর্থ,দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ.

দোয়া কুনুত আরবিতে উচ্চারণ সহ

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

اَللَّمُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত বাংলা অর্থ | Dua Qunut Bangla Uccharon

হে আল্লাহ আমরা তোমারই সাহায্য চাই-তোমারই নিকট ক্ষমা চাই-তোমারই প্রতি ঈমান রাখি-তোমারই ওপর ভরসা করি এবং সকল, মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি-আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি অকৃতজ্ঞ হই না এবং যারা তোমার অবাধ্য হয় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে তাদেরকে পরিত্যাগ করি-হে আল্লাহ আমরা তোমারই দাসত্ব করি তোমারই জন্য নামায পড়ি এবং তোমাকেই সিজদাহ করি-আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি-আমরা তোমারই রহমত-আশা করি এবং তোমার আযাবকে ভয় করি আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত।

আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি ফলো করার জন্য। আশা করি আপনারা আমাদের আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ ফলো করে দোয়া কুনুত বাংলা উচ্চারণ ও অর্থসহ বুঝতে পেরেছেন।

Tags: দোয়া কুনুত বাংলা অর্থ ও উচ্চারণ সহ,Dua Qunut Bangla Uccharon,দোয়া কুনুত আরবিতে উচ্চারণ সহ,দোয়া কুনুত বাংলা অর্থ,দোয়া কুনুত বাংলা উচ্চারণ সহ.

আরও ব্লগ নতুন ব্লগ
কোন কমেন্ট করা হয়নি
কমেন্ট করুন
comment url

আরও পড়ুন...